Monday, June 26, 2017

ত্রাতা














মুখে ঘাম, ভেজা বুক,
সাদা সাদা লবনের গুড়ো;
চোখেতে স্বপ্ন সেটা- সুরে চলে
অথবা বেসুরো,
চাউনি সুদূরে তার-
দেখছে সে আগামীর দিন;
আঁধারের বুকে জাগা নতুন এক সূর্য- রঙ্গিন।

কেউ তো জানে না, সে একমনে চোলেছে কোথায়-
কেন সে ছুটেছে আর কেন এত স্বপ্ন বিলায়,
কেন তার রোদেপোড়া মুখে নেই ক্লান্তির ঋণ,
আঁধার জীবনে কেন আনবে সে সূর্য রঙ্গিন ?

পায়ে পায়ে হেঁটে চলে,
কুড়োয় হয়তো ভ্রুকুটি,
অজানাতে ছুটে চলা-
অবসর নেই, নেই ছুটি।
ছুটছে সে আজকের আঁধারকে ছুটি দেবে বোলে,
ধূলোমাখা পা দু’খানি সুদিনের সন্ধানে চলে।

পৃথিবীর দায়ভার তার বুকে যেন আঁকা আছে,
স্বপ্নের ফেরীওয়ালা বিকারগ্রস্থ সমাজে,
নতুন ইশতিহার তার হাতটাতে বাধাঁহীন-
মানুষের চোখে আনে আগামীর সূর্য রঙ্গিন।

তাদের হাতটা ভারী-
যুগের অস্ত্রে সজ্জিত;
তারা জাগ্রত, আর
দ্বিধাকে কোরেছে পরাজিত
পৃথিবীর মুক্তিকে সে ঘোষণা কোরবে একদিন-
মুক্ত সে, বিপ্লবী- প্রত্যয়ে সূর্য রঙ্গিন।

No comments:

Post a Comment