ছন্দটা গোলমেলে,
বেশি খেলে পেট ফোলে,
বিবেচক ডেকে বলে "গ্যাস্ট্রিক";
তার চেয়ে গদ্যটা-
ভাবুকের বৈদ্য তা,
বাচালের প্রিয় হোম ডিস্ট্রিক্ট।
তাই ভাবি এইবার-
করে দেবো তোলপাড়,
লিখে এক পত্রের গদ্য;
মিথ্যের সত্যি সে,
ভালবাসা ভালবেসে-
রূপ নেবে পুরোই বিশুদ্ধ।।
No comments:
Post a Comment