Friday, June 23, 2017

বঞ্চণা



 













স্বপ্নও কি বিশ্বাসঘাতকতা করতে পারে?
ষোলটা বছর কেটে গেছে
মুছে গেছে কত নি:শব্দ রাত বিস্মৃতির চাদরে
মুছে গেছে কৈশোরের রং
সবুজ ঘাসের বুকে সোনালি রোদের কারুকাজ
রাতের রুপালি আঁধারে কুয়াশার নৈশব্দের আগ্রাসন
এখন এগুলো আর চোখে পড়ে না,
এখন জীবন আর স্বপ্নটা কেমন আলাদা
সখ্যতা হারিয়েছে বহুকাল, বহুকাল আগে?
তাই বলে কি সে বিশ্বাসঘাতকতা করতে পারে?
অতীতের প্রেমটাকে রীতিমতো অবহেলা করে
আর সব জাগতিক মানুষের মতো?


সমস্ত পরিচিত পথের অন্তরালে,
হৃদয়ের গতি যেখানে সীমানাবিহীন, বন্ধনবিহীন-
স্বপ্ন- তারই নাম;
সেখানে সে এসেছিলো অনাড়ম্বরে, অগোচরে
আমার কৈশোরকে আমি চাইলাম,
চাইলাম তাকে স্পর্শ করি,
শুনি তার কন্ঠস্বর,
চাইলাম, তাকে মিশিয়ে নিই রক্তের প্রতিটি অক্ষরে
কিন্তু স্বপ্ন-
সে- যে আজ বিশ্বাসঘাতক!
বাতাসের বুকে মৃদু এক ফিসফিসানি,
জগৎময় এক অপূর্ণ প্রত্যাশার আঁধারে-
তাকে হারালাম বাস্তবতার মতো নির্দয়তায়


ষোলটা বছর কেটে গেছে
একটা মূহুর্তের অপেক্ষায়,
আজ স্বপ্ন বলে দিলো,
স্বপ্নেও সে মূহুর্তটা অবান্তর

No comments:

Post a Comment