Wednesday, June 21, 2017

চেতনা






















একলা হাঁটছি পথ অনন্তকালের পথে,
অনন্ত সময়ে কোন অসীমের গন্তব্যের খোঁজে,
সকাল-সন্ধ্যের চাকা, নিয়তির পরিচিত রথে-
হৃদয়ে কেবল চাওয়া, অপেক্ষারা ভীড় করে আছে।
বহুকাল- বহুকাল শুকনো ফুলের মত মৃত
নৈশব্দের ডানায় উড়ে অপেক্ষায় প্রশান্ত হৃদয়
যেভাবে খুঁজেছে পরিণতি; শান্ত সমাহত
চিত্তে যেভাবে চেয়েছে তার অনাগত জয়-
অসীমে অসীম হওয়ার আকাঙ্ক্ষার পূর্ণ পরিণতি।
সন্ধ্যার আলোর মত স্তব্ধ, মৌনতায় মোড়ানো শরীরে,
দেখেছে কিভাবে পায় সময়ের সাথে তার গতি;
ঝরা পাতা পতনের মতো সব প্রহেলিকা সরে যায় দূরে-
দেখে সে কিভাবে আজ,
অতীত আর আগামীর ঘুম ভাঙ্গে চেতনার নীরব শহরে।

No comments:

Post a Comment