Sunday, June 18, 2017

অবশেষ















ঘাসের বুকে কুয়াশার আঘ্রাণ,
রংধনুতে রং মিশিয়ে চলে;
আকাশ-মাটির এখানে একতান
দুরত্বটা দূর করেছে বলে

তোমার আমার হাত যদিও দূরে-
ভাবনা তবু একসাথে যায় বয়ে,
আকাশটা নয় হারাক চিরতরে,
কুয়াশা- সে ঘাসের বুকেই শুয়ে

ভাবছো, তুমি এইভাবে পার পাবে?
হিমালয়ে দিচ্ছো মেঘের বাধা?
তার শিখরে মেঘ যে মিলে যাবে,
কান্না হয়ে সাজাবে রূপকথা

ছুটবে তুমি, উড়বে তুমি, উড়ো,
ভাবনা আমার ছুটবে তোমার সাথে,
হারিয়ে যাবার ভান যতই করো,
পথ হারিয়ে ছুটবে আমার পথে

হাসছো তুমি, ভাসছো তুমি বেশ-
বিস্মরণের ধূসর অন্ধকারে,
আমার বুকের দীপ্তস্মৃতির রেশ-
তাকিয়ে দেখো জ্বলছে চারিধারে

বৃত্তের বুকে সময় ঘুরে আসে,
শুরু যেথায় শেষও সেথায় মেলে,
উড়বে তুমি, ঘুরবে তুমি, ঘোরো-
দেখবে শেষে সেই আমাকেই পেলে

No comments:

Post a Comment