খবর বিলিয়ে ছুটে চলে যারা দিন বদলের খামে,
তোমার আমার খবরের বোঝা যার কাঁধে হয় পার-
সুদিনের
খোজেঁ পাড়ি দেয় যারা আঁধারের পারাবার।
রাতের আঁধারে পথচলা শুরু, নতুন দিনের আশায়-
আগামী দিনের সন্ধান আনে রক্তের পরিভাষায়;
পথভোলাদের পথে তুলে ধরে অদেখা পথের দ্বার,
সুদিন আনার
ফেরিওয়ালা তারা, মৃত প্রাণে ঝংকার।
ছুটে চলে চোখে স্বপ্ন নিয়ে, ঘাম ছোটে তার সাথে-
জীবনের দামে, বুক ভরে পরিহাসে আর অবজ্ঞাতে,
প্লাবনের মতো
ছোটে ভেঙ্গে যত নিষেধের কারাগার,
দিক-দিগন্তে
নিয়ে আসবে সে- নতুন ইশতিহার।

No comments:
Post a Comment