Wednesday, June 21, 2017

অবসর















ফুরোয় সময়, বাড়ছে বয়স- শুনিনি সে ডাক আমি,
খুঁজিনি আমার জন্মসময়, খুঁজিনি জন্মভূমি;
ভেসে গেছি চির-যৌবন নিয়ে উদ্দাম উল্লাসে
যে টুকু সময় তুমি ছিলে মোর পাশে।


শুনিনি কখনো পাখিরা আকাশে গান গেয়ে উড়ে কিনা,
খুজিনি কিভাবে সুর আসে, স্বর তুলছে কি করে বীণা,
দেখতে চাইনি কিভাবে সকাল, কিভাবে সন্ধ্যা আসে-
যেটুকু সময় তুমি ছিলে মোর পাশে।

মাপতে চাইনি ভালবাসা আর কত তার বিস্তার,
কত প্রাণে সে জেগে আছে নিয়ে একলা অহংকার।
শুনতে চাইনি কে কাকে কোথায় কতটাই ভালোবাসে,
যে টুকু সময় তুমি ছিলে মোর পাশে।

তুমি নেই আজ, সূর্য উঠছে, এখনো অস্ত নামে,
সময় ফুরায়, যৌবন হয় জীর্ণ রক্তে ঘামে;
দেখি ফুল, পাই সুগন্ধ তার, শুনি পাখি গান গায়
ধূসর ধরায় আরো কত প্রাণ, এভাবেই কেঁদে যায়।

আজ দেখি, শুনি, কাঁদি, গেয়ে যাই-
মহাকাল বলে হেসে-
"সে নেই তোমার পাশে?"

No comments:

Post a Comment