Wednesday, June 21, 2017

ভালোবাসা ?


















দেখেছি তোমাকে সময়ের হাত ধরে
রোদ ছড়িয়েছ হাসির শব্দ দিয়ে,
দেখেছি তোমাতে আনন্দ ভর করে-
আনন্দ ছোটে তোমার স্পর্শ নিয়ে।


দেখেছি কিভাবে শহরটা জমকালো,
‘তুমি আছো’ এই কথাটা রয়েছে বলে-
কৈশোরটাও কিভাবে রঙ্গিন হলো,
তোমার চাউনি ভুলতে পারেনি বলে।


নি:শ্বাস ফেলো বাতাসের বুকে বুকে
ছুটে আসে তারা- অবিরাম, উচ্ছাসে
তোমার স্পর্শ, তোমার স্পর্শ-সুখে-
আমার হৃদয়, দেহ-মন চলে ভেসে।

তোমার স্পর্শে আকাশটা হলো নীল
প্রজাপতিটাও পেয়েছ বক্রগতি,
তুমি করে দিলে পৃথিবীটা বর্ণিল-
হৃদয়ের দ্বার খোলবার সম্মতি।

স্তব্ধ হয়েছে যত কিছু হয় ক্ষয়,
সময় পড়েছে তোমার ঘুঙুরে বাঁধা,
পৃথিবী ভুলেছে অতীতের পরিচয়,
বিলীন হয়েছে হিসাবের খেরো খাতা।

আমি জানি- শুধু তুমি আছো, আমি আছি-
শহরটা আছে তোমারই তো বাহুলীনা,
তোমাকে ঘিরেই ছুটছে ভাবনারাজি-
ভাবছে, এটাকে ভালোবাসা বলে কিনা!

No comments:

Post a Comment