এখানে কাব্য, ওখানে কাব্য
কাব্য-
আমরা সবাই স্বাধীনতা পাওয়া সভ্য।
মানুষ মরছে, রক্ত ঝরছে
ঝরছে-
কার আসে যায়, ভোটতন্ত্র তো বাড়ছে!
ধর্ষণ আছে- বর্ষণ আছে
মিথ্যার
থাক না এভাবে- মিথ্যে তা নিয়ে তোলপাড়।
আমিও থাকছি, তুমিও থাকছো
থাকছি-
সম্পদ গড়ে এখানে ওখানে রাখছি।
কে যে খেয়েছে, না খাওয়া কে আছে
থাক না-
কানে, চোখে আছে অভেদ্য এক ঢাকনা।
দেখবো না কিছু- শুনবো না কিছু
থাকবো-
নিজের উদর গড়ে পিটে ঢেকে রাখবো।
মুখোশ গড়েছি, হৃদয়ে পড়েছি
বর্ম-
আমিই বাঁচবো- এটাই এখন ধর্ম।
এভাবে চলছি, ওভাবে চলছি
চলবে-
নিজের স্বার্থ সবার স্বার্থ গিলবে।
আমিও ভন্ড, তুমিও ভন্ড
ভন্ড-
সভ্যতা-মোড়া কাব্যিক অপগন্ড।
থাকছি-
সম্পদ গড়ে এখানে ওখানে রাখছি।
কে যে খেয়েছে, না খাওয়া কে আছে
থাক না-
কানে, চোখে আছে অভেদ্য এক ঢাকনা।
দেখবো না কিছু- শুনবো না কিছু
থাকবো-
নিজের উদর গড়ে পিটে ঢেকে রাখবো।
মুখোশ গড়েছি, হৃদয়ে পড়েছি
বর্ম-
আমিই বাঁচবো- এটাই এখন ধর্ম।
এভাবে চলছি, ওভাবে চলছি
চলবে-
নিজের স্বার্থ সবার স্বার্থ গিলবে।
আমিও ভন্ড, তুমিও ভন্ড
ভন্ড-
সভ্যতা-মোড়া কাব্যিক অপগন্ড।

No comments:
Post a Comment