Monday, June 26, 2017

বিপ্লবী














খবর এনেছে, এনেছে খবর
সুদিনের ফেরীওয়ালা,
অবিচারে আর অন্যায়ে সারা-
পৃথিবীটা নিশ্চলা;
শান্তি- আসবে, জেগে ওঠো- ডাকে বজ্রকঠিন হাত;
যুদ্ধভূমিতে আনবেই তারা বিজয়ের সংবাদ।

চোখ বুঁজে দেখা, মুখ বুঁজে বলা,
অন্ধ থাকার দিনে,
নতুন ঘোষণা হাতে নিয়ে ফেরে
মানুষের সন্ধানে,
ঘাড় গুজে মরা- দিনকাল তারা বিদায় কোরবে বোলে-
রক্ত ঝরিয়ে ছুটছেই তারা মানুষের কোলাহলে।

লক্ষ্য তাদের- চেতনার দ্বারে
আলোর স্পর্শ দেয়া,
মৃত মানুষের ভাগারে চাইছে
প্রাণ হোক আনা নেয়া,
মানুষে মানুষে ছেয়ে যাক এই পৃথিবী আরেকবার-  
বুকে প্রত্যাশা, চোখে প্রতিজ্ঞা- সেদিনকে আনবার।

No comments:

Post a Comment