Wednesday, June 21, 2017

পরিচয়






















পরিচয় হোয়েছিলো- বহু আগে, বিস্মৃতির দ্বারে,
লিখিত নগরে আর অলিখিত লুপ্ত শহরে।
আবার এসেছি আমি, চোলে গেছি আরো বহুবার
মিসিসিপির ধারে, প্রেইরির সবুজে আবার-
তোমার চুলের ঘ্রাণ, ঠোটেঁর স্পর্শে ভরে কোরে।

মানুষের ভীরে মিশে, মিশে থেকে তাদের প্রণয়ে
কেবলই গিয়েছি খুজেঁ তোমার উষ্ণ পদরেখা;
ভাবনারা ভেসে গেছে - আগে, পিছে, অজানা সময়ে,
লোহিত সাগর থেকে বাংলার বুকে একা একা।
বার বার চোলে যাও- আমিও হারাই মহাকালে,
সিক্ত হৃদয় ফেরে তোমারকে আবার পাবো বোলে।

No comments:

Post a Comment