Wednesday, June 21, 2017

উত্তরণ
















চেয়েছি তোমাকে পেতে,
বিস্মরণের স্রোতে-
মহাকাল একা জেগে থাকে আর সহস্র পদরেখা
যার বুকে শত সহস্রবার হয়েছে নীরবে আঁকা;
ধ্বণিত হোয়েছে শত গান, সুর
ক্রন্দনে ভারী, হাসিতে মধুর
এসেছে, হেসেছে, চলে গেছে তারা বিস্মরণের স্রোতে
এমন যাত্রাপথে-
চেয়েছি তোমার হাত রাখা থাকা আমার রিক্ত হাতে।


চেয়েছি তোমার পায়ের ছন্দ
আমার ছন্দ হোক ;
এই আনন্দলোক-
ক্ষণকালের এই স্থিতিটা হারাবে কালের আবর্তনে
আমাদের স্মৃতি ধূসর হবে এ নিয়মের সম্মানে।
চেয়েছি তখনো কিছু রয়ে যাক
আগামী দিনের নতুনের ডাক-
আমাদের এই ছন্দটা খুজেঁ ফিরুক তাদের গানে
আমাদের চলা একসাথে হোক অমরত্বের পানে।

চেয়েছি তোমার চোখের চাওয়ায়
আমার চোখের ছায়া;
ধরনীর মহামায়া-
সবাইকে ডাকে, তারপর তারে পাঠায় নির্বাসনে;
কিছুই থাকে না, রবে না কিছুই স্বপ্নের মায়াবনে।
একটি স্বপ্ন সত্যের মত,
আমাদের চোখে থাক অক্ষত,
আমাদের চোখে ছায়ার মতন মিশে থাক সযতনে
তুমি ছিলে সাথে আমিও ছিলাম এই সত্যকে মেনে।

চেয়েছি আমরা হারাবো না হেথা
নি:শেষ হয়ে আর
ক্ষুদ্র সীমানাটার-
বন্ধন ছেড়ে আমরা যখন মহাকাল হবো পার-
তুমি ছিলে, সাথে আমিও ছিলাম- আবেশ থাকবে তার
মিলন বাসনা যেখানেই রবে
আমাদের ছায়া গোপনে নীরবে
আপনার মত আসবে, হাসবে, ভাসবে সে বার বার
আমাদের প্রেম পার হবে তবে সীমানার পারাবার।

No comments:

Post a Comment