Thursday, June 22, 2017

গতানুগতিক



 










হাঁটতে থাকো হাটের মাঝে
সবাই হাঁটে যেমন কোরে,
সবাই যদি মরতে চলে-
তোমার কি দায় উল্টো ঘুরে

কান দুটো তাই স্তব্ধ থাকুক,
চোখ দুটো থাক শক্ত-বোঁজা;
ডাক যদি পাও, “গর্তে গেলে”,
বিফলে যাক অর্থ খোঁজা

সবাই কেমন ঢুলছে দেখো,
আত্নরতির প্রসাদ খেয়ে-
এমন সময় তোমার কি দায়
জাগরণের কাব্য গেয়ে?

মরবো সবাই, মরতে হবে-
দর্শনের এক মন্ত্র মহান,
মরবো যদি আগেই মরি,
গাইবো কেন বেসুরো গান!

না খেয়ে কেউ মরছে মরুক
যায় চোলে যাক চাকার তলে,
মুখ বুঁজে যাক একটা জীবন-
গণ-জনের আস্তাবলে

No comments:

Post a Comment