Wednesday, June 21, 2017

গন্তব্য
















জীবন যাচ্ছে ভেসে পরিচিত সময়ের স্রোতে,
নিয়মের গাঁটছড়া ধূসর জগতে-
প্রহর হোচ্ছে পার;
যেভাবে জীবন কাটে তোমার আমার-
অজ্ঞানতার কোলে মাথা রেখে;
ভুলে থেকে-
কোথায় চোলেছি আর কোথায় বা সীমানা আমার;
কেন এই পথচলা, শেকলের ভার কাধেঁ নিয়ে,
নামহীন, চিহ্নহীন ক্ষুদ্র পরিচয়ে;
বার বার কেঁপে উঠা এই বুঝি পথ হোলো ভুল,
লাভহীন চলাচলে দিতে হবে ক্ষতির মাশুল।


এই এলো ক্ষয়-
জয়হীন সংগ্রামে ক্ষমাহীন চেনা পরাজয়।
এই বুঝি চোলে যাওয়া পায়ের চিহ্ন মুছে দিয়ে;
প্রতি ক্ষণে ক্ষণে কাটা গ্লাণির বলয়ে-
বেঁচে থাকা স্মৃতি হবে বিস্মৃতিতে লীন,
পায়ে লাগা মরিচীকা মহাকালে হোচ্ছে বিলীন।
প্রানপনে ছুটে চলা, কোলাহলে ভুলে কুহেলিকা
মহান প্রেমিক আমি, জীবনটা আমার প্রেমিকা-
এই চির মিথ্যাকে বুকে পুষে রেখে;
মোহময় ভ্রান্তির আলোকে-
আত্মরতিতে খোঁজা তুষ্টির মহান প্রসাদ।
পরিণতি চির অবসাদ,
না পাওয়ার বেদনা ও শূন্যতার রিক্ত আগ্রাসন
প্রত্যাশার সাথে ক্ষয়ে যায় প্রত্যাশী মন।


তারপরও ছুটে চলা তন্দ্রার ঘোরের মত
চেতনাহত
আষ্ট্রেপিষ্ঠে বাঁধা ছককাটা গোলকে হারিয়ে
ছুটে চলি বুকে আশা নিয়ে;
যদিও জানিনা কি পেতে হবে আর-
কোথায় গন্তব্য আমার।

No comments:

Post a Comment