বিদ্রোহ ডাকে রক্তে আমার, যেখানে তোমার মতো-
রিক্ত
হৃদয় পৃথিবীর রোষে দীর্ণ, বেদনাহত;
তোমার
মতোই আমার কুটিরে দহনের
আলো জ্বলে,
চারপাশে
কালো মৃত্যুর থাবা অকারণে হেকে
চলে,
চিৎকার
শুনি, হাহাকার শুনি , চারপাশে ক্রন্দন-
অভিমানে
দেখি হেরে যেতে শত
নিস্পাপ ভীরু মন।
তোমার
মতই আমিও দেখছি আধারেঁর
উল্লাস,
প্রগতি
নামের ধোঁয়াশায় মেশা শঠতার পরিহাস।
আমার রক্ত তোমার মতই
টগবগ কোরে ফোটে
কোটি বছরের ব্যথার প্লাবন
শিরায় শিরায় ছোটে,
ছুটছে
তারা বাঁধাহীন হোয়ে সীমাহীন বেদনায়
মৃত মানুষের হৃদয়ে হৃদয় আনবার
কামনায়।
শত বছরের অজ্ঞানতার অতল
অন্ধ কূপে,
যে জাতি ডুবেছে নিজেই
নিজেরে সকরুন অভিশাপে;
আমার রক্ত হুংকার ছাড়ে
তাতে আলো জ্বালাবার-
এই ঢেউ চায় ছড়াক
সবার শিরায় আরেকবার।
আমার দু’চোখ প্রহরীর
মতো জাগছে নিস্পলক,
সে আজ রুদ্র, চাইছে
আগামী দিনের সূর্যালোক-
হানছে
তীব্র ভ্রুকুটি যেখানে স্বার্থ-পিশাচ
নাচে,
কোটি মানুষের অশ্রতে যার শবাসন
টিকে আছে,
তন্ত্রে-মন্ত্রে সাজানো গোছানো শোষনের
হাতিয়ার-
ভস্ম কোরছে তোমায় আমায়,
আমাদের বারবার।
খুনি দৃষ্টির আলোতে এবার তারাই
ভস্ম হোক-
বিস্ফোরণের আলো যেন আজ ফোটায়
সবার চোখ।
আমার বুকেই অবিরত বাজে
নতুন ইশতিহার,
ধারা উপধারা ঘোষনা কোরছে
সুদিনের অধিকার।
যে দিন গিয়েছে মাথা
নত কোরে তার গ্লানি
চেপে রেখে-
বিদ্রোহী বাহু, আমাদের দিন আনবে
এবার ডেকে।
উৎপীড়নের
কষাঘাতে যত নি:স্ব রিক্ত
প্রাণ
এই ঘোষনায় তুলে নিক
বুকে বজ্র আহুতি গান।
আঁধারের
দিন বিহ্বল হোক, হোয়ে
যাক হতবাক
সবার কন্ঠে বাজুক সজোরে
সুদিনের এই ডাক।
আমার স্বপ্ন আরেকটিবার সবার
স্বপ্ন হোক,
বিদ্রোহ
নিয়ে সাজুক তোমার আমার
স্বপ্নলোক।
পায়ে পায়ে যত পড়ে
থাকা আর হেরে যাওয়া
ভীরু মন,
স্বপ্নবিহীন
মৃত্যুর চেয়ে বেছে নিক
জাগরণ।
লজ্জা,
ঘৃনা, অপমান আর বিভেদের
অভিশাপে
স্বপ্ন
দেখা যে ছেড়েছে করুন
পরিহাসে পরিতাপে।
আমার স্বপ্ন ছড়িয়ে পড়ুক
তাদের ধূসর চোখে-
শির উচু কোরে দাড়াবো
সবাই সুদিনের সম্মুখে।

No comments:
Post a Comment