Friday, June 23, 2017

যাত্রাপথ



 











সকাল বেলার আলো
দুই চোখে থমকালো
আলো আঁধারির কৈশোরটায় নতুন স্বপ্ন এলো।

ছুটেছি মাতাল হাওয়ায়
উদাসীন পথ চাওয়ায়
গুলিয়ে ফেলেছি আনন্দ-শোক, পাওয়া আর না-পাওয়ায়।

বাতাসের বুকে হেঁটে
স্বপ্নের ফুল ফোটে
উদ্দাম আলো ছড়িয়ে পড়লো হৃদয়ের তল্লাটে।

ক্ষণে ক্ষনে অনুক্ষণ
হারানোতে বিচরণ
কোথায় যে তার ঠিকানা সেটাও জানতো না এই মন।

তোমার মুখটা মনে
হাসি মাখা প্রতিক্ষণে
হাসির আলোয় পূর্ণতা পেলো আমার সুপ্ত প্রাণে।

আরো কেটে গেলো দিন
সময়ের ভায়োলিন
বাজতে থাকলো তার তারস্বরে একদিন প্রতিদিন।

কৈশোর হলো পার
তারুণ্য বেশুমার
পরোয়া করিনি ভালোটা বাসতে কোন ঝড় ঝঞ্জার।

তোমার পথের বাঁকে
চলে গেছো কোন ফাকে
হাসিটা হৃদয়ে রইলো কেবল অতিচেতনার ডাকে।

হারিয়ে গিয়েছে দিন
তুমিও তো তাতে লীন
কোথায় চলেছো একলা রেখে এ স্মৃতিতে অন্তরীণ?

No comments:

Post a Comment