
এটা কি সুপ্রভাত?!!!
বুকে বুকে শুধু বিষাক্ত ধোঁয়া- প্রতিশোধ, সংঘাত।
দৃষ্টি রুদ্ধ, রীতি-বিরুদ্ধ ধর্মের সংকটে-
এখানে মানুষ, ওখানে মানুষ- মৃত্যুর তল্লাটে।
সভ্যতা সাজে মুখোশের পিছে, স্বার্থের পিছে মন,
কান্নার পিছে চোখ খুঁজে মরে- সুদিনের আগমন।
সিরিয়াতে ভাসে সমুদ্রে- সেটা শিশু নাকি মানবতা?
খুন হয়ে যাক ইশরাখ- তবু জয় হোক সভ্যতা।
যুদ্ধ শিবির, অস্ত্র- নিবিড় সখ্যতা নিয়ে বাঁচে,
মানুষ বাঁচাতে মানুষই মারবো- মানবতা ফেলে নিচে।
আজ সকালের রোদ,
কোথায় পড়েছে? সভ্যতা বোনে বুনো শ্বাপদের ক্রোধ
বুকে হাহাকার, চিত্ত বিকার ক্রন্দনে ক্রন্দনে,
মানুষ মরছে, মনুষ্যত্বটা লুকিয়েছে অপমানে।
তবুও স্ফীত আমাদের বুক সভ্য আমরা সবে-
মৃত্যুর আর ঘৃণিত স্বার্থ-রক্তিম উৎসবে।
আজ বিকেলের আলো-
হেরে যায়; হেথা যুগে যুগে গড়া দূষণটা জমকালো।
মূল্যবোধের চাবিগোছা আজ অন্ধকারের হাতে,
ধর্মের নামে রাজনীতি আর ব্যবসার ধারাপাতে।
জিম্মির মতো বাচছে পৃথিবী নৈরাজ্যের ছায়ায়-
অভিশাপ, শুধু অভিশাপ এই শ্বাস-প্রশ্বাসে, হাওয়ায়।
আজকে কেবল রাত;
দিক-ভুল করা পথিক কাঁদছে, হৃদয়ে বজ্রপাত।
অন্ধের মতো চলেছি সবাই লোভের অন্ধকূপে;
আত্মরতিতে দূষিত সত্ত্বা- নিদারূন অভিশাপে।
চারপাশে শুধু ভয়াবহ এক ধ্বংসের উত্থান,
দিনকে করেছি বিদায়- এবার দিতে হবে প্রতিদান।
কোথায় পড়েছে? সভ্যতা বোনে বুনো শ্বাপদের ক্রোধ
বুকে হাহাকার, চিত্ত বিকার ক্রন্দনে ক্রন্দনে,
মানুষ মরছে, মনুষ্যত্বটা লুকিয়েছে অপমানে।
তবুও স্ফীত আমাদের বুক সভ্য আমরা সবে-
মৃত্যুর আর ঘৃণিত স্বার্থ-রক্তিম উৎসবে।
আজ বিকেলের আলো-
হেরে যায়; হেথা যুগে যুগে গড়া দূষণটা জমকালো।
মূল্যবোধের চাবিগোছা আজ অন্ধকারের হাতে,
ধর্মের নামে রাজনীতি আর ব্যবসার ধারাপাতে।
জিম্মির মতো বাচছে পৃথিবী নৈরাজ্যের ছায়ায়-
অভিশাপ, শুধু অভিশাপ এই শ্বাস-প্রশ্বাসে, হাওয়ায়।
আজকে কেবল রাত;
দিক-ভুল করা পথিক কাঁদছে, হৃদয়ে বজ্রপাত।
অন্ধের মতো চলেছি সবাই লোভের অন্ধকূপে;
আত্মরতিতে দূষিত সত্ত্বা- নিদারূন অভিশাপে।
চারপাশে শুধু ভয়াবহ এক ধ্বংসের উত্থান,
দিনকে করেছি বিদায়- এবার দিতে হবে প্রতিদান।
No comments:
Post a Comment