Wednesday, June 21, 2017

মানুষ?!!!

















সাবলিল সময়ের পরিচিত স্রোতের আহ্বানে
এসেছো রিক্তহাতে মুক্ত এ পৃথিবীর বুকে-
মানুষ, তোমার নাম। সীমাহীন গর্বিত সুখে
আকন্ঠ ডুবেছো তার মোহময় রূপে রসে গানে;
মিহিন ভোগের সুখে। সৃষ্টিকে পদতলে রেখে-
তোমার পাওনাটুকু উদ্ধত শিরে করে দাবী,
মানুষ হয়েছো বুঝি? পাষন্ড ভোগ-বিপ্লবী,
কেমন রাজত্ব এটা যেখানে তোমার সম্মুখে
ভাগ্যহীনের মতো কান্নায় রত পৃথিবী;
লোহিত অশ্রুধারে সৃষ্টির কপোল প্লাবিত
বাসনা-দূষণে আজ তোমার ধরণী অনাদৃত,
সিক্ত সৃষ্টির কি ছিলো না তোমার কাছে দাবী?
তুষ্টির বদলে তুষ্টি, সেবার বদলে সেবা তার?
মিথ্যে অহংকার আর নির্বোধ স্বার্থে চোখ বুজেঁ,
কিভাবে অন্ধ মন স্বস্থিতে সৃষ্টি-সমাজে-
আসন করবে উঁচু? মিছে মনুষ্যত্বের দাবীদার,
মানবতা আজ বঞ্চিত, মানুষ- তবুও তুমি রবে?
কেমন এ যুক্তি তোমার? কেমন অবোধ আশা,
ভাবনার মরিচীকা নিয়ে বাধাঁ ঘৃণিত এ বাসা-
লোভের দূষণে রাঙ্গা ধ্বঙসের মৃত উৎসবে?
বাসনামুক্ত যদি নাই হও সৃষ্টির সুখে-
সহজ ধ্বংস দেখো উৎ পেতে আছে সম্মুখে।

No comments:

Post a Comment