(হেযবুত
তওহীদের সদস্যদের প্রতি নোয়াখালীর বর্বর, নৃশংস, জঙ্গী-হামলার
প্রতিবাদে)
দেঁতো মুখে মিঠে হাসি মেখে, তালে থাকা-
মানবতা নিয়ে খুলেছি বুকের দ্বার;
তোর কাজ সেথা রক্তের স্বাদ শোঁকা!
মুক্তি নিয়েই দাড়িয়েছিলাম পাশে,
তোদের মূর্খ হৃদয় জাগাবো বোলে;
পিশাচেরা সব ঘৃনিত এক উল্লাসে-
নগ্ন করলি নিজের মুখোশ খুলে?
তোরা ভেবেছিস তোরাই বনের রাজা?
ক্রুর মনে বুঝি অমরত্বের স্বাদ?
সময় কেবল শানাচ্ছে তোর সাজা,
ক্রন্দন হবে আজকের আহ্লাদ।
অন্ধ, দেখ রে চারপাশে চোখ খুলে,
তোর মতো আরো অতীত হয়েছে যারা;
ইতিহাসে তারা বিদ্ধ ঘৃণার শূলে,
তোর পথ দেখ তার দিকে, পথহারা।
ঘৃণার পৃথিবী সাজালি নিজের হাতে,
হুজুগে, জঙ্গী - বিশেষণ নিয়ে শিরে,
আমাদের ক্ষমা পেয়েছিলি সুপ্রভাতে,
রাতের বেলা কি সে ক্ষমা আসবে ফিরে?
আগুনে জ্বালালি যারা এসেছিলো কাছে,
তোদের সকল আগুন নেভাবে বলে;
গলা কেটেছিস তাদেরই কি
উল্লাসে!
কত আর যাবি, সীমানা পেরিয়ে গেলে?
মানবতা- তোর ধ্বংসের দাবী রাখে,
সময় করছে স্বাক্ষর তার পাশে;
ঘৃণিত মৃত্যু তোকে হাতছেনে ডাকে,
অভিশপ্ত ভাগারেই ঠাঁই শেষে।
উন্মত্ততা, অন্ধ রোষের বিষে,
রক্তে মেশালি যে পঁচা আবর্জনা,
সহ্য করতে পারবি তো শেষমেশে,
তোর গ্রাসে যেই তুই হবি নিশানা।
সময় কাটছে, গুণে গুণে পথ চল-
তোর পঁচা ঘায়ে দেখ ধ্বংসের ঘ্রাণ,
কিভাবে থামাবি- অসীমেতে উচ্ছল,
মানবতা নিয়ে দাড়ানো সবুজ প্রাণ?

No comments:
Post a Comment