Monday, June 19, 2017

সত্যকথন

সহজ সুস্পষ্ট সত্যকে এত সহজ কথায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার মতো গায়ক পৃথিবীতে আসলে হাতে গোনা কয়েকজনই এসেছেন। Pete Seeger তাদের মধ্য একজন। আর তার খুব সহজ (?) একটা গান “What did you learn today" শোনার পর ইচ্ছে হলো, এই অদ্ভুত সহজ কথাগুলো একটু সবার সাথে শেয়ার করি। ফলশ্রুতিতে নিজের মতো করে অনুবাদ করে এবং একটু সাজিয়ে গুছিয়ে পোস্ট করছি। আশা করি ভালো লাগবে.........


পিতা:
স্কুলে আজ কি কি শিখেছো বাবু সোনা আমার,
ভূগোল, সমাজ, বিজ্ঞান নাকি ধর্ম অথবা গ্রামার?















সন্তান:
শিখেছি আমরা স্বাধীন সবাই রাজার রাজত্বে,
মিথ্যে হয়েছে পরাজিত এই রাজাদের সত্যে।
শিখেছি রাজার সৈনিক সব অমর চিরটা কাল;
সত্যের আলো দূর করে দেবে হৃদয়ের জঞ্জাল।
আরো শিখিয়েছে পুলিশেরা সব মানুষের মতো হয়-
”বন্ধুই তারা আর কিছু নয়, করো না তাদের ভয়”।

ন্যায় বিচারের দন্ডটা নাকি চিরদিনে একই ভাবে,
খুনীদের মহাপাপের শাস্তি নিশ্চিত করে যাবে;
অবশ্য নাকি আমরাও কিছু ভুল করি মাঝে মাঝে,
কিছু কিছু খুনি এই ফাঁক দিয়ে মহাসমারোহে বাঁচে।
আরোও শিখিয়েছে, রাজা যিনি- তিনি শক্তিতে সুমহান,
নির্ভুল তিনি প্রতিটি সময়ে, দেব-বিশুদ্ধ প্রাণ।

নেতারাও জানি পূত: পবিত্র সততায়, আচরণে,
বার বার তাই ফিরে ফিরে তারা আসছে সিংহাসনে।
শিখেছি, যুদ্ধ দেখতে যতটা- ততটা খারাপ নয়,
মহাযুদ্ধের বীরত্বগাঁথা যুগে যুগে বেঁচে রয়,
জার্মানি জানে, ফ্রান্সও জানে মৃত্যুর হাহাকার,
খুন নয় এটা, অপরাধও নয়, এটা নয় অবিচার;
মানুষ মেরেই ক্ষমতা, শক্তি- বেঁচে থাকে রাজাটার
আমারও নাকি সুযোগ আসবে- যুদ্ধে প্রাণ দেবার।

No comments:

Post a Comment