Wednesday, June 21, 2017

ফিরে পাওয়া

















কৈশোর দেখি তোমার চোখের তারায়
রঙ্গমাখা সব দিনের আস্ফালন,
বার বার পায় ফিরে যা কিছু হারায়
নিসঙ্গ এই বড় হোয়ে যাওয়া মন।


দেখি বিকেল বেলার ঘাসের চাদরে হাওয়া,
দেখি শীতের কুয়াশা- শূণ্যের হাতছানি,
ভুলে যাই সব বড়সড় চাওয়া পাওয়া-
ভুলে যাই শত ব্যর্থতা, যত গ্লানি।

তোমার চোখেই দেখি আগামীর দিন
বিশ্রাম আর শান্তির আহ্বান,
নাগরিকতায় যেখানে হৃদয় লীন
ব্যস্ত জীবনে স্বপ্নের রং ম্লান।

তোমার স্পর্শে মুছে দাও মিছে শ্লোক
ভেঙ্গে দাও সব খোলসের আবরণ,
একটি বিকেল আবার মোদের হোক-
কৈশোর পাক বড় হোয়ে যাওয়া মন।

No comments:

Post a Comment