\
একলা রাতের আকাশ আছে, সঙ্গে তারার ঝাঁলর বোনা
রাতের পাখির গম্ভীর ডাক, মহাকালের প্রহর গোনা।
ছক কাটা এক জীবন আছে, সকাল বিকেল দৌড়ে চলা;
মুখ আছে, তায় মুখোশ পড়ে কান্না নিয়ে গল্প বলা।
বুক আছে, সেই বুকের ভেতর বারুদ রাখা সঙ্গোপনে-
অপেক্ষাতে কাটছে সময় ফাটবে কখন বিস্ফোরণে।
চোখ আছে, সে দেখছে কেমন হিসেব কষে জীবন চলে,
একটু এদিক সেদিক হলেই আয়েশ যাবে আস্তাবলে।
নগর আছে, শহর আছে- রঙ্গিন আলোর নকশাঁকাটা-
অসভ্যতার বর্জ্য কেমন সভ্য বুলির চশমা আঁটা।
চশমা এটেই চলছে জীবন- ভাবছে কবে হঠাৎ করে,
নিজের আলোয় দেখবে বলে চশমা ছুড়ে ফেলতে পারে।
মানুষ আছে, অন্তত তা মানুষ নামের মুখোশধারী;
কাব্য আছে, দর্শন আছে- হাজার কথার ছলচাতুরী।
হাত আছে- তা ধরছে তারা, কেউ তা রাখে, কেউ বা ছাড়ে
কেউ নিয়ে যায় বুকের কাছে, কেউ নিয়ে যায় অন্ধকারে।
অন্ধকারেই কাটছে প্রহর, অন্ধকারেই চলতে শেখা,
ভাবছি কবে লিখবো আমি নিজেই নিজের ভাগ্যরেখা।
প্রেম আছে- তার গন্ধ আছে, রুপ আছে, তার স্বাদও তেমন
কোথাও কেবল হৃদয় কাদেঁ, কোথাও হাসে শরীরি-মন।
কেউ বা কেবল সময় কাটায় কাউকে ভালোবাসবে বলে,
কারোর প্রবেশ নিষিদ্ধ এই ভালোবাসার দিগঞ্চলে;
ভাবছে জীবন- ভালোবাসা, "এমন ভাবে থাকতে পারে,
অসীম হয়ে হারিয়ে যাবে- সব মানুষের হৃদয়পুরে?"
একটু এদিক সেদিক হলেই আয়েশ যাবে আস্তাবলে।
নগর আছে, শহর আছে- রঙ্গিন আলোর নকশাঁকাটা-
অসভ্যতার বর্জ্য কেমন সভ্য বুলির চশমা আঁটা।
চশমা এটেই চলছে জীবন- ভাবছে কবে হঠাৎ করে,
নিজের আলোয় দেখবে বলে চশমা ছুড়ে ফেলতে পারে।
মানুষ আছে, অন্তত তা মানুষ নামের মুখোশধারী;
কাব্য আছে, দর্শন আছে- হাজার কথার ছলচাতুরী।
হাত আছে- তা ধরছে তারা, কেউ তা রাখে, কেউ বা ছাড়ে
কেউ নিয়ে যায় বুকের কাছে, কেউ নিয়ে যায় অন্ধকারে।
অন্ধকারেই কাটছে প্রহর, অন্ধকারেই চলতে শেখা,
ভাবছি কবে লিখবো আমি নিজেই নিজের ভাগ্যরেখা।
প্রেম আছে- তার গন্ধ আছে, রুপ আছে, তার স্বাদও তেমন
কোথাও কেবল হৃদয় কাদেঁ, কোথাও হাসে শরীরি-মন।
কেউ বা কেবল সময় কাটায় কাউকে ভালোবাসবে বলে,
কারোর প্রবেশ নিষিদ্ধ এই ভালোবাসার দিগঞ্চলে;
ভাবছে জীবন- ভালোবাসা, "এমন ভাবে থাকতে পারে,
অসীম হয়ে হারিয়ে যাবে- সব মানুষের হৃদয়পুরে?"

No comments:
Post a Comment