অবাক কোরলেন, অবাক মার্ক টোয়েন,
ক'ফোটা কালিতে
কৈশোরটাকে চিরজীবি রাখলেন।
ছোট মনটার, ছোট ভাবনায়
রঙ্গে ও স্বপ্নে ছোট
কামনায়-
ছোটবেলাটা কিভাবে সাজতো,
সকাল সন্ধ্যে কি সুরে বাজতো,
বড়দের ক্ষত-বিক্ষত মনে
তিনিই তা দেখালেন-
ধূসর মাটিতে সবুজের ছায়া
আঁকেন মার্ক টোয়েন।
স্বপ্ন হারায়- বড় হওয়া
মনে,
কৈশোর যায় কোথায় কে
জানে,
ছোট ভালোবাসা, ভাঙ্গা মার্বেল,
অকেজো চাবিটা, গ্যারেজের তেল,
ভাঙ্গা সৈন্য, টিনের কামান
সব তিনি আনলেন-
বড়দের লেখা গল্পের মাঝে
বিশাল মার্ক টোয়েন।
চলে যায় দিন- প্রতিটি
প্রহরে;
হৃদয়ের টম সয়্যারটা মরে,
ফিরে আসেনাতো কোনদিন আর,
অবোধ ইচ্ছে হারিয়ে যাবার-
পাগলামী নিয়ে বড়দের থেকে
তবু তিনি হারালেন-
কালির আঁচড়ে কৈশোরে, চির-কিশোর মার্ক টোয়েন।

No comments:
Post a Comment