Wednesday, June 21, 2017

অনিয়ম

















এক দিগন্ত হারায় রাতের কালোয়
এক দিগন্তে সূর্যের পদরেখা
এক পৃথিবী উজ্জ্বল সাদা আলোয়
অন্য কোথাও ধূসর কালিমা আঁকা।


কোথাও স্বপ্ন বুনে যায় তার ঘর
কোথাও হয়তো ঘর ভেসে যায় বাণে,
কোথাও স্মৃতি সাজায় সয়ম্বর
বিস্মৃতিও মেলে চাদর একটা কোণে।

অতি পরিচিত আমাদের পথঘাট
চির চেনা এই নিয়মের তারে বাঁধা,
কেউ খুঁড়ে যাবে হৃদয়ের তল্লাট
কেউ খুঁড়ে যাবে পৃথিবীর ধূলো-কাদা।

কেউ ছুটে যাবে হারাবার ঠিকানায়
পথহারা কেউ খুঁজে যাবে তার ঘর
কেউ কেঁদে যাবে স্নেহের আকাঙ্খায়
কারো কাছে প্রেম- নিছক স্বার্থপর।

পৃথিবীর হাত সাদাতে কালোতে মিশে
নিয়ম মেনেই আল্পনা এঁকে যাবে
কেউ ছুটে যাবে নিয়মের স্রোতে ভেসে
কারো অভিযান ভীষণ অসম্ভবে।

No comments:

Post a Comment