ময়ূরপক্ষী নাও ছুটেছে সাত সাগরের পার
শঙ্খদেশের তীর ছাড়িয়ে, সুপ্তিদেশের ধার।
ভাবছে, এবার পাবেই খুজেঁ কোথায় গুপ্তধন
সবাই খোঁজে- নেই সহজে সাত রাজারই ধন।
তায়্যেবু সোনা, যাচ্ছে ছুটে তেপান্তরের মাঠ
হাজার পেয়দা যাচ্ছে চষে সমস্ত তল্লাট।
এধার থেকে ছুটছে ধরায়, ছুটছে অবিরাম,
ওধার গিয়ে শেষ হবে সব শহর-নগর, গ্রাম।
নেই তো কোথাও, নেই তো কোথাও, কোথায় পরশমণি?
কোথায় গিয়ে লুকিয়ে আছে, অমূল্য ধন খানি!
হঠাৎ কি যে খেয়াল হলো, ছুটলো ঘুরে ফের
ফেলেই কোথাও এসেছে কি গুপ্তধরের জের।
সমস্ত লোক অবাক হয়ে তাকিয়ে শুধু দেখে
তায়্যেবা সোনা, খুঁজবে এবার কোন সুদূরের বাঁকে।
এবার কি সে খুড়বে মাটি, কিংবা রকেট নিয়ে,
গুপ্তধরের খোঁজ লাগাবে তারার দেশে গিয়ে!
কিন্তু সোনা, মুচকি হেসে, ফিরলো আপন ঘরে
শান্ত হয়ে বাবার কোলে বসলো সবার পরে।
বললো, “ যে ধন, এত খুজেঁও, কোথাও পেলাম না যে,
সে ধনখানি লুকিয়ে আমার বাবার বুকের মাঝে।“
বাপের আদিখ্যেতা
ReplyDelete