Tuesday, July 25, 2017

বর্ষা যখন

বর্ষা নামে আকাশ জুড়ে,
বর্ষা-বাতাস ছোটে,
শান্ত-মধুর বর্ষা ঝুরে
ক্লান্ত ধরাতটে।
বর্ষা ভাসে গানে গানে
পাতায় কাপন জাগে
বর্ষা যখন মনের কোণে
তখন কেমন লাগে?

No comments:

Post a Comment