যখন আঁধার গ্রাস
করে নেয় জীবনের কোলাহল,
নেমে আসে রাত,
হতাশায় ঘেরা হৃদয়ের অঞ্চল,
তখনও হয়তো একখানা
হাত,
জানায় সমুখে আলোক-প্রভাত,
একটি রশ্মি ধ্রুবতারা
যেনো, থাকে সদা-উজ্জ্বল;
সুর ফিরে পায়-
থেমে যাওয়া সব জীবনের কোলাহল।
ভাঙ্গা-গড়া নিয়ে
ক্লান্ত যখন, হৃদয়ের তটভূমি-
উত্তাল স্রোতে-
তাল-লয়হীন ত্রাসে ভেঙ্গে পড়া জমি,
তখনও হয়তো একখানি
মুখ,
আশ্বাস নিয়ে থাকে
উন্মুখ,
ঠাঁই হয়ে শেষে
ধরা দেয় বুকে, নত মস্তক চুমি;
সজল দ্বীপের আশ্বাস
পায়, হৃদয়ের তটভূমি।
ক্লান্তি যখন
বন্ধুর পথে- স্তব্ধতা ভর করে,
চোরাবালি মাখা
মরুভূমি এই জীবনের প্রান্তরে,
তখ্খনও সাথে দু’ইটি
চরণ,
পাশে থেকে করে
পথকে বরণ,
নিবিড় হাতের স্পর্শেই
ভাঙ্গে বদ্ধ রূদ্ধতারে;
প্রাণ নিয়ে আসে
প্রাণেতে যখন স্তব্ধতা ভর করে।
অচেনা দ্বিধার
কষাঘাতে যেই স্বপ্নের জেরবার,
আশাহত হয়- শক্তি
হারায়, মুখ তুলে চাইবার,
তখনও তো জানি
এমন আঁধারে,
ভালোবাসা নিয়ে
হৃদয়ের দ্বারে,
আলোর মশাল জ্বালায়,
সে ডাকে- সম্মুখে এগুবার,
নতুন স্বপ্ন এঁকে
দেয়, যেই স্বপ্নের জেরবার।

No comments:
Post a Comment