কেটে গেছে বেলা,
করে ছেলেখেলা, বসে থেকে পরিপাটি।
কেটেছে সময় হাসি
আর গানে,
ভুলে থেকে মোহে,
আপনার মনে,
ভ্রমের সৌধ গড়েছি
গোপনে,
মনে রেখে খুঁটিনাটি;
আর অবকাশ নেই চলো উঠি।
চিন্তার ঘরে রেখেছি
কেবলি, হাওয়ার বাসর সাজিয়ে,
তানপুরা মোর জীর্ণ
এখন, বেসুরের গান বাজিয়ে;
ক্ষয়ে ক্ষয়ে গেছে,
সযতনে গড়া, অকালের ভিটেমাটি।
সারাদিন পরে এখন
তো দেখি,
হেলায় ফেলায়,
বেলা নাই বাকি,
ঘুরেছি বেঘোরে
অযথা একাকি,
সকলই কেবল ত্রুটি;
আর অবকাশ নেই
চলো উঠি।

No comments:
Post a Comment