একটি ঠিকানা গড়ে
তুলি চির-শান্তির প্রত্যয়ে।
ভালবাসাটায় উচ্ছাস
রবে, সীমাহীন পরিধিতে-
সাগর হারাবে তার
বিশালতা আমাদের প্রাণ ছুঁতে;
চাঁদ চেয়ে রবে
অবাক- নীরবে,
তার আলো জেনো
ম্লান হয়ে রবে,
হৃদয়ের সব আঁধার
কাটবে, প্রেমের স্পর্শ পেয়ে-
এসো এই অসময়ে।
ধূসর পৃথিবী,
ধূসর সময়,
সবাই তো একা,
কেউ কারো নয়,
এখানেই চলো, জাগাই
স্বপ্ন- বর্ণিল কারুকাজে,
ভালোবাসা নিয়ে
মানুষ সাজবে- সকালে, দুপুরে, সাঁঝে।
থাকবে কেবল পূর্ণ
হৃদয়ে বিস্মিত চেয়ে থাকা,
শূন্যতা হবে অতীত-বিলাস,
নীলিমাতে ঢেকে রাখা;
ভ্রান্তি ও মোহ
এই সময়ের,
অবসর পাবে অসীম
কালের,
পৃথিবীর বুকে
বেঁচে রবে প্রাণ নতুন এই পরিচয়ে-
এসো এই অসময়ে।

No comments:
Post a Comment