তাহলে কেবল স্বপ্নই থাক-
চেনা চেতনাটা হয়ে নির্বাক,
ভাসাক নিজের সম্বলটুকু
সপ্নের সুখ-সায়রে।
থাকবে আমার দুয়ারে।
কোলাহলগুলো থাকবে না মোটে এখানে,
শান্ত সবুজ শান্তির ছায়া-
ছড়াবে নিরবে তার মোহ-মায়া,
হারিয়েই যাবো, যেখানে ইচ্ছে
কোথা যেতে হবে কে জানে?
থামবোনা মোরা এখানে।
বন্ধন থেকে মুক্তির পথে এগোবো,
চেনা-পরিচিত সব চাওয়া পাওয়া-
ছুড়ে ফেলে শুধু রবে তরী বাওয়া,
প্রত্যাশাগুলো ভুলে যাবো সব
ভাববো না পরে কি পাবো।
স্বপ্নের পথে এগুবো।
ভালোবাসা রবে মনে বেজে চলা বাঁশিতে,
মিশে রবে তারা ধূলোয়, বাতাসে-
আরো ভালোবাসা পাওয়ার হুতাসে,
ভরে রবে তার সুরে গানে আর
তোমার মুখের হাসিতে।
একই সুরে বাজা বাঁশিতে।
অভিযোগ সব হারিয়েই যাবে অচেনায়,
অভিমান যদি নিতে চায় ঠাঁই-
প্রেমের আলোতে করে রোশনাই,
সযতনে তারে সাজাবো হৃদয়ে
মোহ-বিমধুর বেদনায়।
প্রেম খুজেঁ পাবো অচেনায়।
হারবো না আর হারিয়ে ফেলার চিন্তায়,
পৃথিবীর সব কুটিল নিয়ম-
অযতনে পড়ে রবে অক্ষম,
তোমার আমার হাত ধরে চলা
হয়ে রবে অমলিন তায়।
ভালোবাসা রবে চিন্তায়।
স্বপ্ন থাকবে- স্বপ্নেই তুমি আসবে,
চেনা পথে নয় অচেনাই রবো-
স্বপ্নেতে চেনা পথটা হারাবো,
এইখানে যত পারো ঘৃণা করো
স্বপ্নে তো ভালোবাসবে।
ভালোবাসতেই আসবে।
বিভেদের সুরে বাঁধা পৃথিবীর ছন্দ,
স্বপ্ন করে না পরোয়া সেখানে-
সে শুধু নিখাদ ভালোবাসা জানে,
তার কাছে জেনো থাকবেনা কোন
স্বার্থের প্রতিবন্ধ-
মৃত পৃথিবীর ছন্দ।
স্বপ্নের মাঝে ফিরে চলি চলো দু’জনে,
লোকভয়, আর লক্ষ্যের ত্রুটি-
সমাজের আর কালের ভ্রুকুটি,
ছুড়ে ফেলে দিয়ে হারাই এবার
স্বপ্নের মহা-যোজনে।
তুমি আর আমি দু’জনে।

No comments:
Post a Comment