না বলা
কথায় জমে জমে মেঘ হওয়া,
কখনো
সে চায় আসুক ব্যতিক্রম-
তোমার
স্পর্শ ভেঙ্গে দিক এ নিয়ম;
ভেজাবে
তোমার অশ্রু তার প্লাবণে।
ছোট ছোট
কত আবেগের হাহাকার,
বর্ণিল
হয়ে লুকিয়েছে সমাচার,
ছুঁয়ে
দেখো তারে, নিদারূণ উচ্ছাসে-
রাঙ্গাবে
তোমার রংহীন ক্যানভাসে;
রংধনু
হয়ে রাঙ্গাতে যে সেও জানে।
কত আশা,
কত স্বপ্ন থাকছে জমে,
পৃথিবীর
মৃত নিয়মের পরিনামে,
ছুঁয়ে
দেখো মিছে স্বপ্নের হিমালয়-
তুষারের
মতো ঝরে যাবে এ হৃদয়;
ঝর্ণা
হয়েই গেয়ে যাবে আনমনে।
ঢেউহীন
আজ ভালোবাসা বারিধীটা,
শান্ত
জলের নিশ্চুপ কথকতা,
গভীরতা
মাপে বিষাদে-বিরহে-শোকে-
ছুঁয়ে
তোল ঢেউ, তার নিশ্চল-লোকে;
ভাসাবে
তোমার হৃদয়টা সবখানে।
অদেখার
তুমি, অনুভবে আছো মিশে,
পৃথিবীর
মাটি- চাঁদ হলে পরিহাসে,
নেমে
এসো, ফেলো এখানে পায়ের ছাপ-
পৃথিবীটা
হোক জোৎস্নায় সয়লাব;
তুমি
আমি পাবো পূর্ণতা সেই স্নানে।

No comments:
Post a Comment