Sunday, August 19, 2018

বজ্জাত-গীতি















মোরা বাঁদরের মতো বজ্জাত
করি অবিরত মহা-উৎপাত
মোরা ঠেলা-গুতা-প্রুফ নির্ভয়
ছুটি দিক-দিগন্তে দিনরাত।

মোরা চিৎকারে করি তোলপাড়
আর কান্নায় সব জেরবার
মোরা বায়ুর সম, পিছলাতম
ধরতে গেলেই সংঘাত।

মোরা পাগলা বিলাই খ্যাচ খ্যাচ
খুলি কাছা যার পাই ঘ্যাচ ঘ্যাচ
ঘ্যাচ ঘ্যাচ ঘ্যাচ, খ্যাচ খ্যাচ খ্যাচ
খ্যাচ খ্যাচ খ্যাচ, ঘ্যাচ ঘ্যাচ।

মোরা ত্যাঁদরামি করি বাড়িতে
থামাথামি নেই কোন ঝাঁড়িতে
অন্যেরা সব শঙ্কায়-
কখন এগোবো, পদধূলি দেবো
করে শান্তির বানী উৎখাত।

No comments:

Post a Comment