Wednesday, August 29, 2018

এখন চাইছি স্পর্শ তোমার













এখন চাইছি স্পর্শ তোমার
ছুঁয়ে থাকা আজীবন,
আমার হৃদয়ে খুঁজছি তোমার মন।

হতাশায় মোড়া যুগের অসুখে
বাঁচবো আমরা চোখে চোখ রেখে
যত বঞ্চনা, অভিমান ঢেকে
ভালোবেসে আমরণ।

তোমার কথার ছন্দ ভাসছে মগজের পরিধিতে
ভালোবেসে মন চাইছে তোমার ভালোবাসা বুঝে নিতে।

তোমার হাতটা বন্ধন হয়ে
নি:স্ব এ হাতে থাকুক জড়িয়ে
একসাথে শিখে নেবো অসময়ে
বেঁচে থাকা প্রতিক্ষণ।

No comments:

Post a Comment