Sunday, August 12, 2018

চায়না এ মন মেনে নিতে




















চায়না মন মেনে নিতে
আমিই কেবল বাসছি ভালো, ভাবছি তোমায় দিনে রাতে


সবার মাঝে থেকেও দেখি-
হৃদয়-পদ্ম একলা তটে,
তুমি কোথায় অচিন-পারে, আমায় ফেলে ভিন্ জগতে


আকাশ, বাতাস, সাগর, নদী,
ব্যকুল-পরাণ আমার সাথে,
ক্ষুন্ন মনে, তারাও ভাবে-
কি হবে এই ঘোর-বরাতে!


তোমার দিকে তাকাই আশায়
করবে মনে কোনোমতে,
বৃথাই ডাকি, জানি তোমার গলবে না মন- কথাতে


একটা বিশেষ সুর, যার অনেকগুলো ভার্সন আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে- সবগুলো ভার্সনই প্রায় সমান জনপ্রিয়। মনরে কৃষিকাজ জানো না, আমি শুধু রইনু বাকি, মায়ের এমন বিচার বটে, চাইনা মাগো রাজা হতে, ইত্যাদি। এই গানের সুরটা যখনই যে ভার্সনেরই শুনি, আমাকে একইভাবে বিহ্বল করে দেয়। তাই, রামপ্রসাদী গানের ছন্দের প্যাটার্নে ও সুরে এই গানটা লিখে রাখলাম। নিছক প্রেমের গান- সম্ভবত প্রেমের গানে এই সুর- এটাই প্রথম।

No comments:

Post a Comment