আমরা এসেছি শত দল সেনা নতুন পৃথিবী গড়তে আমরা এসেছি দিক দিগন্ত আনন্দময় করতে। আছে শিরে সদা সত্যের তাজ তীক্ষ্ণ দৃষ্টি দুরন্ত বাজ ধরার ধূলিতে নামাবো স্বর্গ সঁপি জান নিঃশর্তে। সকল ধেয়ান প্রাণ ধন মান দিয়ে গাই মানুষের জয়গান বুকে প্রত্যয় সুদৃঢ় মহান নব্যযুগ রবি আনতে। রুখে দেবো আজ যত অবিচার অপশক্তিরে করে সংহার যাব আগামীতে ছুটে দুর্বার সত্যযুগের প্রান্তে।
এই গানটি আমার এবং বন্ধু রিয়াদুল হাসানের যৌথভাবে লেখা।

No comments:
Post a Comment