চলে যাও যত পারো দূরে,
ভুলে যাও যদি পারো তুমি চিরতরে।
হয়তো কখনো একলা বিকেলে,
সকলের ভীড়ে মন একা হলে,
ভুলে যাওয়া কারো অশ্রু-
তোমার বিষাদে থাকবে ঘিরে।
হয়তো কখনো খুঁজবে কে রয়
ছায়ার মতোই পাশে,
কে যেন শোনায় ভুলে যাওয়া গান
ক্ষণিকের অবকাশে।
কখনো হয়তো রাতের আঁধারে,
দূর-বিভাবরী জাগাবে তোমারে,
ভাববে কেন এ হৃদয় ব্যকুল-
ভুলে যাওয়া এই সুরে।

No comments:
Post a Comment