তুমি ফেলো পা,
উঠবে সূর্য- অনাগত বিপ্লবী।
দেখো এ সময়, চোখে
তার ভয়
প্রাণে তার ক্রন্দন,
অবিচারে, আর শোষনে
মরছে
শত কোটি ভীরু
মন,
অবহেলা আর বঞ্চনা
নিয়ে পৃথিবী আঁকছে ছবি-
তুমি ফেলো পা,
উঠবে সূর্য- অনাগত বিপ্লবী।
চেয়ে দেখো আজ
চির হাহাকার, ধূলোয়-বাতাসে ভাসে,
সকাল-সন্ধ্যে
যুগের মাশুল, অভিশাপ নেমে আসে,
ক্ষয় হয় প্রাণ,
যার সাধ ছিলো অবিরত বেঁচে থাকা-
পদে পদে আজ লাঞ্চিত
তারা- অতীতের পরিহাসে।
দেখো এ সময়, কারো
চেনা নয়
বুকে তার অবহেলা,
একবার শুধু জেগে
উঠো প্রাণ
এবার হয়েছে বেলা,
দু:সময়কে দূর
করে আঁকি, সুদিনের প্রতিচ্ছবি-
তুমি ফেলো পা,
উঠবে সূর্য- অনাগত বিপ্লবী।

No comments:
Post a Comment