Wednesday, August 1, 2018

লেখা এবং আমি

পরিণতি ভাবিনিতো, কোথায় কি হবে-
লিখে গেছি এক মনে গোপনে, নিরবে।
তুষারের মতো ঝরে পড়েছে সময়,
মিছিলের ভীড়ে হয়ে- একা, আমিময়,
কেবল যুঁজেছি মোর একার আহবে।

মনের তেপান্তরে হারিয়েছি কত,
নতুন কালির ক্ষতে তোমাকেই পেতে;
আবার নতুন করে হতে বিক্ষত,
ছড়িয়ে পড়েছি কোন নতুন লেখাতে।

No comments:

Post a Comment