তোর কথাতেই ধর্ম চলে,
এই কথা মানতাম
তোর মিষ্টি মধুর ওয়াজ
শুইন্যা পড়ান জুড়াইতাম
তোরে একটু সেবা করার
লোভে দাঁড়াইয়্যা থাকতাম।।
তোর দাড়িঁ, টুপি লেবাস
দেইখ্যা মুগ্ধ হইয়্যা যাই
ভাবি তোর কাছে না থাকলে
ধর্ম আর কোথাও নাই
আগে ভাবছি কত, ধর্মটা
তোর ভালোবাসা রে
আজ দেখি তুই ধর্ম নিয়ে
ব্যবসা ফাঁদিস রে।
ও মোল্লা, ও মোল্লা রে,
তুই অপরাধী রে
আমার সহজ সরল ইসলামটারে
দে ফিরাইয়্যা দে
এই ধর্ম নিয়্যা ব্যবসা
করার অধিকার দিলো কে
মোল্লা, তুই বড় অপরাধী,
তোর ক্ষমা নাই রে।
তোর হালাল-হারাম বয়ান শুইন্যা
আফসোস লইতাম
তোর মতো পাক বান্দা যদি
আরেকটা পাইতাম
ভাবছি যে তুই কষ্ট কইরা
হালাল রুজি খাস
তুই ভালোবাসিস রাসুলরে
আর আল্লাহরে ভয় পাস।।
আজ কোরআন খুলে দেখি, এ
দ্বীন সবার তরে দান
তাই সহজ সরল করে দিছেন
আল্লাহ সুবাহান
তুই তাফসীরে আর
মাসায়েলে, জটিল করে তায়
কস ধর্ম নিয়ে এখন নাকি
ব্যবসা করা যায়।
ও মোল্লা, ও মোল্লা রে,
তুই অপরাধী রে
আমার সহজ সরল ইসলামটারে
দে ফিরাইয়্যা দে
এই ধর্ম নিয়্যা ব্যবসা
করার অধিকার দিলো কে
মোল্লা তুই বড় অপরাধী,
তোর ক্ষমা নাই রে।
দ্বীনের বিনিময়কে হারাম
করেছেন আল্লাহয়
আগুন খাওয়া বইল্যা দিলেন
ধর্ম ব্যবসায়
তিনি নাপাক বলেন তারে
যে নেয় ধর্মে বিনিময়
আজ, দেখছি সে কাজ হালাল
বলে তোর ফতোয়ায় রয়।।
নামাজ, ওয়াজ,
মুর্দা-দাফন, কোরআন খতমটায়
তোরে পয়সা দেয়া ছাড়া
এখন সবাই নিরুপায়
রোজ হাশরের ভয় কি মনে
একটা ফোঁটাও নাই
পয়সা দিয়্যা দোযখরে
ক্যান করিস রে কামাই।
ও মোল্লা, ও মোল্লা রে,
তুই অপরাধী রে
আমার সহজ সরল ইসলামটারে
দে ফিরাইয়্যা দে
এই ধর্ম নিয়্যা ব্যবসা
করার অধিকার দিলো কে
মোল্লা
তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।

No comments:
Post a Comment