চাইছি আলিঙ্গন-
শরীরে আমার খুঁজছি
তোমার মন।
এখন চাইছি ঘুমভাঙ্গা
সুখে,
তুমি শুয়ে এই
বুকে মাথা রেখে,
তোমার দু’ঠোট,
কপালটা ঢেকে-
খুঁজে পেতে শিহরণ।
তোমার চুলের গন্ধ
ভাসছে মগজের পরিধিতে,
উন্মুখ হয়ে, কেবল
তোমার গভীরতা বুঝে নিতে।
তোমার হাতটা বন্ধন
হয়ে,
বুক, কাঁধখানা
থাকুক জড়িয়ে,
ছড়িয়ে পড়ুক ধীরে
পায়ে পায়ে-
মিলনের আমন্ত্রণ।

No comments:
Post a Comment