সবকিছু ভুলে যেতে।
স্তব্ধ হয়েছে
রাস্তা, শান্ত হয়েছে মন
ভ্রান্তি জড়ানো
আশ্রয় খুঁজে ছুটেছে যে আজীবন
আলো-আঁধারের সীমানাকে
ছুঁয়ে এখন সে নেবে বুঝে
পৃথিবীর প্রতি
গল্পে সে গেছে কোন কথাটাকে খুঁজে?
শ্বাস ফেলে মৌনতা,
ফিসফিস করে হাওয়া
সন্ধ্যের তারা
চেয়ে চেয়ে দেখে মানুষের চাওয়া-পাওয়া।
তার চোখে সমব্যথা-
রচে যায় কথকতা,
তার সাথে যার
স্বপ্ন ভেঙ্গেছে, থেমে গেছে গান গাওয়া।
খোঁজে অভিমানী
মন যারা কাঁদে ক্লান্ত, শুণ্য হাতে
সবকিছু ভুলে যেতে।

No comments:
Post a Comment