“ফিরে এসো”- বললে তুমি যাবার কালে,
সত্যিই কি আসবো ফিরে চেয়েছিলে?
সন্ধ্যে বেলার অল্প আলোয়,
বিষাদ মনের মন্দে-ভালোয়,
মলিন মুখে দূরের পথে আড়াল হলে-
বিদায়কালের অশ্রুফোঁটা ফেলেছিলে?
শব্দগুলো আটকেছিলো বুকের মাঝে-
জমাট বাঁধা বরফ যেমন ফ্রিজের খাজে?
ঠোটের কোণে কাঁপছিলো কি,
“আর যেয়ো না”- বললে নাকি?
চিৎকার কি রুদ্ধ ছিলো গলার নীচে?
প্রশ্ন জাগে মনের কোণে করবো কি যে!
হয়তো তুমি তাকিয়েছিলে আর দু’টো ক্ষন,
ম্লান দু’চোখে বিদায় দিলে- যাবোই যখন।
হৃদয়টাতে আর কিছুদিন-
বেঁচে ছিলাম ঠিক অমলিন?
বুকের মাঝে ঢেউ জাগাতাম আগের মতন?
আমায় ভেবে চোখের তারা জ্বলতো তখন?
হয়তো তুমি চুপটি ছিলে নিজের মনে,
সুর ভেজেছো আমার কথায়, আমার গানে।
হয়তো তোমার সময়গুলো,
হঠাৎ করেই মলিন হলো,
স্বপ্নগুলো বিলীন হলো অন্যখানে।
শূন্যতা কি স্পর্শ পেলো পূর্ণপ্রাণে?
নাকি তুমি ভুলেই গেলে ভোলার নেশায়,
যা গিয়েছে- মনে রাখায় কি আসে যায়!
কি হবে আর হৃদয় কোণে,
আমরা কথায় ছন্দ বুনে,
কি মানে আর আছে নিছক অশ্রুফোঁটায়!
বিদায় যখন দিলে, তখন দিলেই বিদায়?
ভুলে গেলে আমার কথার কান্না-হাসি-
চোখের চাওয়ায় বলতে থাকা “ভালোবাসি”?
আমার পায়ের শব্দটাকে,
শুনতে চাওয়া পড়ার ফাঁকে,
আমার চাওয়ায় তাল মেলানো ইচ্ছেরাশি-
সব ভুলেছো, ভালোবাসার পাশাপাশি!
এখন আমি অনেক আগের, অনেক দূরের-
বাজতে থাকা বিভাবরী ছিন্ন সুরের।
এখন আবার আসবো ফিরে?
দ্বন্দ জাগে প্রশ্ন ঘিরে-
ঠাঁই এখনো আছে হৃদয়-অন্তপুরের?
শংকা আনে প্রশ্ন- মনের অন্ধকারের।
নাকি এখন বলবে “কেন আসলে ফিরে?
অতীত হয়ে ডাকছো কেন সেই তিমির?
যা ছিলো স্রেফ কথার কথা-
এখানে তার মূল্য কোথা?
অমূল্য যা হারায় পথে, তেপান্তরে-
‘না চাহিলে’-ও সে কি ফিরে আসতে পারে?

No comments:
Post a Comment