Tuesday, March 12, 2019

ভুলে যাও















তুমি তুলোনা তোমার মুখ,
তুমি তাকিয়োনা এই চোখে-
থাক, যেভাবে আমার সকল কথা, কথকতা ঢেকে থাকে।

তুমি চেয়োনা পেছন ফিরে,
পথে থেমো না দ্বিধার ঝড়ে,
তুমি শুনোনা কারোর মৌনতা যদি অকারণে পিছু ডাকে।

তুমি হেঁটে যাও সম্মুখে, শুধু চোখে রেখো অবহেলা-
তুমি খুঁজোনা কোথাও বেজে চলে কিনা শুনোনি যে কথা-বলা।

শুধু বয়ে যাও- উচ্ছাসে,
যদি ভুলে কভু মনে আসে,
তবে বিস্মৃতি দিয়েই মুছে দিও সেই নিষিদ্ধ ভাবনাকে।

No comments:

Post a Comment