কত বুক ফাঁটে চিৎকারে-
দয়াময়, তুমি কত রবে চুপ করে?
পূবে-পশ্চিমে মরছে মানুষ- অবিচারে নিপীড়নে,
বাতাসে মৃত্যু দু:সহ- শত শোষণে, নিষ্পেষণে,
মুক্তি খুঁজছে মানবতা, সে আজ বন্দী এ প্রান্তরে।
দয়াময়, তুমি কত রবে চুপ করে?
দিশাহীন হয়ে ছুটছে কেবল,
শত বছরের কান্নার রোল,
খুঁজে মরে পথ, হারায় অতল-
আঁধারের গহ্বরে।
শয়তান দেখো হেসে চলে তার বিজয় আস্ফালনে,
তৃষ্ণায় দগ্ধ পৃথিবী হাঁপায় শান্তির সন্ধ্যানে,
আর কত প্রাণ মৃত চাও প্রভু, তোমার বদ্ধ
দ্বারে?
দয়াময়, তুমি কত রবে চুপ করে?

No comments:
Post a Comment