সময়ের দ্বারে দাঁড়িয়ে বলছি- আমিই আন্দোলন।
ছুটে যাবো এই অনিয়ম ভেঙ্গে, টুটে দিতে কালো
হাত
আমার বজ্রমুষ্ঠির থাবা- পথ খোঁজে দিনরাত
দূর করবে সে শোষণ, শাসন- বিভেদের বন্ধন।
সময়ের দ্বারে দাঁড়িয়ে বলছি- আমিই আন্দোলন।
ঘরে ঘরে আজ হাহাকার শুনি
মৃত্যু কেবল করে কানাকানি
তন্ত্রে-মন্ত্রে বাঁধা পড়ে আছে
অসহায় যত মানুষের ধ্বণি।
আজকে কেবল ঘোষনায় রবে বঞ্চিত যত প্রাণ
ক্ষুব্ধ হৃদয় প্রশ্ন ছুড়বে, মনে রেখে অপমান
নিশানা তুলেছি মাথা উচু করে, ফিরে পেতে
সেই ক্ষণ।
সময়ের দ্বারে দাঁড়িয়ে বলছি-
আমিই আন্দোলন।
No comments:
Post a Comment