Tuesday, March 12, 2019

ফিরে আসা
















বারে বারে জানি এসেছো এমন বিষণ্ন-গোধূলিতে,
‘ফিরে এসো’ বলে- ডেকেছো বিদায় দিতে।

বার বার তাই দুয়ারে দাঁড়িয়ে,
ফিরে চলা সেই পথটাতে চেয়ে,
নমিত চোখের অশ্রু ঢেকেছো- পরিচিত বেদনাতে।

শত শত বার ফিরে গেছি, আর এসেছি আবার ফিরে,
‘আবার আসবো’- বিদায়ের শেষ কথাটুকু বুকে ধরে।

আবারও সন্ধ্যা, আসবেই জানি-
উপহার দেবে বিদায়ের-বাণী,
আরেক জন্মে সাঁঝের ছায়ায় ভালোবাসা ফিরে পেতে।

No comments:

Post a Comment