মানুষ জাগছে, সময় হয়েছে ঘুম থেকে উঠবার।
দু:স্বপ্নের রাতটা গভীর, আঁধার ভীষণ কালো,
ভোর হবে জানি, সূর্য উঠার সময় এবার হলো,
মানবতা আজ বুঝে নেবে তার নিজের যা অধিকার।
মানুষ জাগছে, সময় হয়েছে ঘুম থেকে উঠবার।
মশাল জ্বেলেছি আমরা ক’জন
আঁধারের সীমানাতে-
সুর্যকে পথ দেখাবো, তাকেও
বেঁধে নেবো নিশানাতে।
দুর্দশা মোড়া মৃত পৃথিবীতে এবার আসবে প্রাণ,
নিপীড়িত যত মানুষ শুনবে মানুষের জয়গান,
এই বিপ্লবে ভেসে সব শোষণের কারাগার।
মানুষ জাগছে, সময় হয়েছে ঘুম থেকে উঠবার।

No comments:
Post a Comment