Saturday, December 30, 2023

তেমন করে...

 প্রেমের পদ্য লিখবো বলে বলেছিলাম,

দুই রঙে দুই পদ্ম দিয়ে ঋণ শোধালাম 🙂
.........................................................



যেমন করে রাতের আকাশ পেখম মেলে,
যেমন করে তারারা গায় সময় ভুলে,
যেমন করে ভোরের আলোয় সুর মিলে যায়,
হঠাৎ করে জাগতে থাকা পূবের হাওয়ায়।
তেমনি করেই তুমি জাগো মনে আমার,
পথ মেলে দাও -সুযোগ পেয়ে পথ হারাবার।



যেমন করে পলাশ ফোঁটে রাঙাতে বন,
যেমন করে ছুটতে থাকে মেঘের প্লাবন,
যেমন করে জোৎস্না ছোটে পাতার গায়ে-
আল্পনাতে পিকাসোকে মুষড়ে দিয়ে,
তুমিও ছুটো ভাবনাটাতে ঘূর্ণি তুলে,
তুমিও ছুটো আমায় ভালোবাসবে বলে।
.
বৃষ্টি যেমন মল্লারে তার তান গেয়ে যায়,
কোমল রেখাব ভৈরবীতে ভোরের ছায়ায়,
যেমন করে জে. সিং গলায় গজল টেনে,
নিয়ে যাবার পণ করে এক অন্যখানে।
তেমনি করে আমায় তুমি হঠাৎ করে,
যাও নিয়ে ঠিক পথ হারাবার পথটি ধরে।
.
নিয়ম ভেঙে, নিয়মগুলো দাও ভুলিয়ে-
ঘুঙুর বাজুক শেকল পড়া রিক্ত পায়ে,
যেমন বাজে রাপসোডি, তার নিজের মতো-
সুর গড়েছে; সুরের নিয়ম ভাঙ্গার ছুঁতো।
তেমনি তোমার আমার দ্বিধা ভাঙতে চেয়ে,
নিয়ম ভাঙার হাসি ফোটাও, মিষ্টি মেয়ে।
.
কবি যেমন ছন্দ খোঁজে রাতের ট্রেনে,
পদ্যটাতে পদ্ম ফোঁটায় শব্দ বুনে,
যেমন করে নীরবতার চাদর পেয়ে,
জোনাকি তার ছন্দ সাজায় রাতের গায়ে,
তেমনি করেই ছন্দ তোমার উঠুক জেগে,
আমার মনে তোমার চলার শব্দ লেগে।
.
নাহয় তাকাও শিশির ভেঁজা ঘাসের বনে,
রংধনুকে সাজায় সে কোন প্রেমের টানে।
কিংবা দেখো সাঁজের মেঘের আল্পনাটা,
লাল-সিদূরের আবছায়াতেই কাব্যছটা,
হাতটা ধরো এসব কিছু আঁকবে বলে-
আমার মনে; তোমার আসার সময় হলে।
.
কিংবা যেমন কিশোর মনে স্বপ্ন ভাসে,
অসম্ভবের গল্প বাঁচে যার আকাশে;
যেখানে সব হিসেব-নিকেশ ছুটিতে যায়,
অবুঝপণার জেদ মেশানো যাদুর ছোঁয়ায়।
তেমন করে রাত্রি দিনের কাব্য নিয়ে,
দাও তুমি সব রুক্ষ পথের দিক ভুলিয়ে।
.
আমার দু'চোখ চোখ-মেলেছে ক্লান্তি ভুলে,
কেবল তোমার চোখ দু'টিকে দেখবে বলে।
দেখবে যেমন সময় দেখে জীবন-ধারা,
অনন্ত সেই দেখাতে নেই কোনোই তাড়া।
তোমার দু'চোখ যাবে কবে আমায় ছুঁয়ে,
রাত্রি জাগে সেই প্রহরের তৃষ্ণা নিয়ে।
.
ডা. শাহীন মাহমুদ,
২৮/১২/২০২৩ ইং, রাত ২ঃ৩০ টা,
খুলনাগামী ট্রেনে

No comments:

Post a Comment