Saturday, December 30, 2023

প্রেম-পদ্যের ত্রাস!









[বিবাহিত কবি প্রেমের পদ্য লিখতে চাইলে- শুরুতে এই মন্ত্র পাঠ জরুরি!!! 😅 😅 😅]
.
বসছি কলম ধরে,
কাব্য-জোসের তোড়ে,
মনের ভেতর প্রেমের পদ্য উথাল পাথাল করে-
কিন্তু করে ডর-
কী হবে তারপর!
দিল দিওয়ানা গিন্নীর চোখে যদি একবার পরে!
.
মনটা কাঁপে গীতে,
হাতটা কাঁপে শীতে,
শরীর কাঁপে আসন্ন সেই তুফান মাথায় নিতে!
পায় যদি খবর,
প্রশ্নটা তারপর-
‘বুইড়্যা কালের ভীমরতিটা আসছে কোন পিরীতে!’
.
ঘর হবে এক রণ,
শব্দ ঝনাৎ ঝন,
বাসন-কোসন যা আছে তা পড়বে জোরে জোরে;
খাদ্য-খানা সবে,
নুন-ঝাল কম হবে,
ঝাঁজটুকু তার পড়বে বাঁধা বাক্যবাণের ডোরে।
.
কাক, মশা, মাছি সবে
প্রাণভয়ে তড়পাবে,
সানন্দে তারা এ বসত ছেড়ে দু’দিনের ছুটি নেবে,
কিন্তু অভাগা আমি,
গৃহের পালিত স্বামী,
চিল-চিৎকার হযম করার কসরতে প্রাণ যাবে।
.
মোবাইলটা আমার!
তারও নেই নিস্তার-
গোয়েন্দা চোখ ঢুকবে চ্যাটিং বক্সটাতে বার বার;
করবেই ছানাছানি-
আমার ডায়েরিটা তা তো জানি,
কোথা থেকে এত প্রেম আসে- তা জানতে সে জেরবার।
.
এ হেন অবস্থাতে,
আবেদন জোড় হাতে,
বিপদ-তারিণী থাকলে, আসেন কমেন্ট-বক্সটা ঘেঁটে;
প্রেরণা-ট্রেরণা দিলে,
দুর্যোগটাকে ভুলে,
কলমের কালি বসাইতে পারি প্রেমের পদ্যটাতে।

No comments:

Post a Comment