Saturday, December 30, 2023

পথের অংক





চলছো তুমি তোমার মতো, আমিও আমার পথে-
জীবন চলে স্রোতের মতো নিজের ধারাপাতে।
সকাল আসে, রাত্রি নামে - ফের সকালের আলো,
একই নিয়ম, সময় কাটে মন্দ কিবা ভালো।
কেবল কিছু স্মৃতি খেলে বিস্মৃতিটার সাথে,
চলছো তুমি তোমার মতো, আমিও আমার পথে।




নামছে শীতের কুয়াশারা ফিরতে চাওয়ার ছলে,
মাটিকে সে চায় ছুঁতে স্রেফ বাসবে ভালো বলে।
রাতের আকাশ ফোঁটায় তারা- জ্বলে উঠার আশায়,
যেমন বাঁচে আশার আলো সকল সর্বনাশায়;
যেমন বাঁচে একরোখা প্রেম- কেবল নিজের মতে,
তবুও যাও তোমার মতো, আমি আমার পথে।

বেপরোয়া চাওয়ারা সব- ঢেউ তোলে মগজে,
হয়তো তারা এমনই হয়, এমন করেই বাজে,
এমন করেই হয়তো তারা সমান্তরাল রেখায়-
পথ দু'টোকে এক হতে- এক আজব গণিতকে চায়।
কিন্তু থাকেই অমিল- চাওয়া-পাওয়ার জ্যামিতিতে,
যেমন তুমি তোমার পথে, আমি আমার মতে।

হয়তো যেমন পিদীম জ্বলে, আঁধারকে না মেনে,
যেমন করে বাঁচতে চাওয়া- কারণটা না জেনে,
যেমন করে ভালোবাসার মৃত্যু হলেও, সেঁধে-
পুনর্জন্ম নেবেই নেবে নাছোড়বান্দা জেদে।
সেই জেদটাই কেবল থাকুক- বিস্মরণের স্রোতে,
তুমি চলো তোমার দিনে, আমি আমার রাতে।

ডা. শাহীন মাহমুদ,
২৮/১২/২০২৩ ইং, রাত ১টা।
খুলনাগামী ট্রেনে।

No comments:

Post a Comment